যানজটের শহর ঢাকায় মোটরবাইক সেবা জনপ্রিয় হওয়ার পর এবার গাড়ি সেবা চালু করতে যাচ্ছে পাঠাও। ১০০টি গাড়ি নিয়ে বুধবার থেকে ঢাকায় পাঠাও-এর গাড়ি সেবা শুরু হচ্ছে। গাড়ি ডাকা যাবে পাঠাও-এর মোটরবাইক সেবার অ্যাপটিতেই। অ্যাপের ডানদিকে উপরের অংশে অপশনটি দেয়া আছে। সেখানে বাইক ও গাড়ির দুটি অপশনই রয়েছে। পাঠাও-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হুসেইন মো. ইলিয়াস বললেন, গাড়িতে সেবা নিতে হলে বেস ৫০ টাকা, প্রতি কিলোমিটার ২০ টাকা ও প্রতি মিনিট আড়াই টাকা হিসেবে ভাড়া গুণতে হবে। যদিও চট্টগ্রামে অক্টোবরের ২০ তারিখে গাড়ি সেবা চালু করেছে তারা। সেখানেও ১০০টির মতো গাড়ি চলছে। ২০১৬ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে অ্যাপ মাধ্যমে মোটরবাইক সেবা চালু করে পাঠাও। তাদের লক্ষ্য ছিল ২০১৭ সালের মধ্যে রাইডার সংখ্যা ১ হাজারে নেয়া। কিন্তু ২০১৭ সাল শেষ হওয়া আগেই এই লক্ষ্য ছাড়িয়ে বেশ এগিয়ে গেছে এই দেশীয় স্টার্টআপটি। স্টার্টআপটিতে বেশ বড় অঙ্কের একাধিক দেশি-বিদেশি বিনিয়োগ রয়েছে। সিঙ্গাপুরভিত্তিক অ্যাডভেঞ্চার ক্যাপিটাল এতে বিনিয়োগ করেছে।