বিশ্বের বিভিন্ন অঞ্চলে ফেসবুকসহ হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ব্যবহারে বিপর্যয় দেখা দিয়েছে। ইতোমধ্যে ১০ হাজারের বেশি ব্যবহারকারী অভিযোগ করে বলেন, ফেসবুকসহ এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর অ্যাপ ও সাইট কোনটাতেই প্রবেশ করতে পারছেন না।
হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো, ইনস্টাগ্রামে পেজ রিলোড এবং ফেসবুক থেকে কোনো কিছু শেয়ার দিতে পারছেন না ব্যবহারকারীরা।
অনলাইন ভিত্তিক ‘ডাউন ডিটেক্টর’র প্রতিবেদনে বলা হয়, বুধবার (৩ জুলাই) দুপুরের পর থেকে ইউরোপ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে এ সমস্যা দেখা দিয়েছে।
যুক্তরাজ্যের গণমাধ্যম দ্যা সানকে ফেসবুকে জানায়, তারা এ সমস্যা সম্পর্কে অবগত হয়েছে। ফেসবুকের অ্যাপ সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে এবং দ্রুত এ সমস্যা সমাধানে কাজ করছে।
দ্যা সানকে দেওয়া এক বিবৃতিতে ফেসবুকের মুখপাত্র বলেন, ‘বিশ্বের বিভিন্ন জায়গায় এ সমস্যা দেখা দিয়েছে। ব্যবহারকারীরা ছবি, ভিডিও আপলোড এবং শেয়ার করতে পারছেন না।’