চীনের প্রতিষ্ঠান বাইট ড্যান্সের সংক্ষিপ্ত ভিডিও তৈরির অ্যাপ টিকটকের জনপ্রিয়তা এখন বিশ্বব্যাপী। কিন্তু টিকটকে অশ্লীল ভিডিও, ক্ষতিকর কনটেন্ট ছাড়ানোর মতো ঘটনাও কম নয়। তবে এবার ভারতের তামিল নাড়ুতে টিকটকের মাধ্যমে তিন বছর ধরে নিখোঁজ স্বামীকে খুঁজে পেলেন তার স্ত্রী।
দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, তিন বছর পরে তাদের এক প্রতিবেশী টিকটকের একটি ভিডিওতে সুরেশকে দেখতে পান। পরবর্তীতে সুরেশের স্ত্রী নিশ্চিত করেন টিকটকে দেখা ব্যক্তিটি তার নিখোঁজ হওয়া স্বামী। পুলিশ কর্তৃপক্ষ জানায়, ভিডিও থেকে সুরেশের অবস্থান শনাক্ত করেন তারা।
প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্ত্রী ও দুই সন্তান রেখে বাড়ি ছাড়েন সুরেশ। তার স্ত্রী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরে স্থানীয় থানায় একটি এফআইআর করেন। কিন্তু কোনোভাবেই তাকে খুঁজে পাননি।
উল্লেখ্য, টিকটক বিনোদনের জন্য ব্যবহৃত সংক্ষিপ্ত ভিডিও তৈরির অ্যাপ। যেখানে ব্যবহারকারীরা পছন্দের ছবির সংলাপ, গান কিংবা নিজেরাও ভিডিও তৈরি করতে পারেন। এর আগে টিকটকের জন্য ভিডিও বানাতে গিয়ে গুজরাটের এক তরুণের মৃত্যু হয়।
সূত্র: গ্যাজেটস নাও