সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় ব্যর্থতার দায়ে তাদের ওপর চাপ প্রয়োগ করতে টানা ৪৮ ঘন্টা এসব মাধ্যম ব্যবহার না করে ধর্মঘটের ডাক দিয়েছেন উইকিপিডিয়ার সহ প্রতিষ্ঠাতা ল্যারি স্যাংগার।
ল্যারির ডাক দেওয়া ধর্মঘটের কার্যক্রমে তিনি জানান, আগামি ৪ থেকে ৫ জুলাই টানা ৪৮ ঘণ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ‘একযোগে দুইদিন সামাজিক যোগাযোগ মাধ্যম বর্জন করে দেখাতে চাই মানুষ কতটা অসন্তুষ্ট এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে। তাই যত বেশি মানুষ এই ধর্মঘটে অংশগ্রহণ করবে এর প্রভাব তত বেশি পড়বে। ফলে তারা বুঝতে পারবে যে একটি বিশাল সংখ্যাক মানুষ তাদের ওপর কতটা অসন্তুষ্ট।’
ল্যারি এক ব্লগ পোস্টে লেখেন, ‘আমরা অনেক বড় একটি হট্টগোল তৈরি করতে যাচ্ছি। আমাদেরকে এজন্য একত্র হতে হবে এবং এসব প্রতিষ্ঠানইগুলোকে আমাদের তথ্য, গোপনীয়তা এবং নিরাপত্তার বিষয় নিশ্চিত করতে হবে এবং এসব বিষয়ের নিয়ন্ত্রণ আমাদের কাছে দিতে হবে।’
তবে ইতোমধ্যে অনেকে প্রশ্ন তুলেছেন এই ধর্মঘটের ফলে প্রতিষ্ঠানগুলোর ওপর কতটা প্রভাব পড়বে।
সূত্র: বিবিসি