কৃষি জমিতে হাঁসের বিচরণ প্রায়ই দেখা যায়। কিন্তু কখনো কী ভেবেছেন কেন এসব জায়গায় হাঁস বেশি দেখা যায়? মূলত কৃষি জমিতে ফসলের জন্য ক্ষতিকর পোকামাকড় মুক্ত রাখতে হাঁস ছাড়েন কৃষকরা।
তবে একুশ শতকে যেখানে মানুষ প্রতিনিয়ত প্রযুক্তির উৎকর্ষে জয় করছে, সেই ছোঁয়া কৃষিক্ষেত্রেও থেমে নেই। কিন্তু কৃষি জমিতে এবার হাঁসের পরিবর্তে রোবট দেখা যাবে। জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশানের কর্মরত একজন ইঞ্জিনিয়ার নিজ উদ্যোগে রোবট হাঁস তৈরি করেছেন। যা একটি সত্যিকারের হাঁসের মতোই ফসলের মাঠে কাজ করবে।
জাপানভিত্তিক নিউজ ওয়েব সাইট নিপ্পোনের প্রতিবেদনে বলা হয়, নিশানের কর্মরত ইঞ্জিনিয়ার বর্তমানে এই রোবট হাঁস পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখছে। কিন্তু এটি বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের তার কোনো পরিকল্পনা নেই।
রোবট হাঁসটির নাম দেওয়া হয়েছে 'এগামো'। যা একটি বড় ভ্যাকুয়াম ক্লিনারের মতন। রোবটটির নিচের অংশে দুটি ঘূর্ণায়মান রাবার ব্রাশ রয়েছে যা হাঁসের পায়ের কাজ করবে। এটি জলে অক্সিজেন উৎপন্ন করে এবং আগাছা প্রতিরোধে কাজ করবে।
সূত্র: দ্যা ভার্জ