গাঁজা বিক্রির অ্যাপে গুগলের নিষেধাজ্ঞা

স্টার্টআপ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 07:42:55

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অনলাইনে অপকর্ম, সহিংসতা, উগ্রবাদ এবং অবৈধ বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন রকম নীতিমালা প্রণয়ন করছে। এরই ধারাবাহিকতায় এবার সার্চ ইঞ্জিন গুগলের অ্যাপ স্টোর থেকে অনলাইনে গাঁজা বিক্রির অ্যাপগুলো নিষিদ্ধ করেছে।

বুধবার (২৯ মে) গুগল এক বিবৃতিতে জানায়, নতুন কনটেন্ট পিলিসি গুগলের অ্যাপ স্টোর থেকে গাঁজা, মাদকজাত দ্রব্য বিক্রি এবং এ সম্পর্কিত অ্যাপগুলোকে নিষিদ্ধ করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে গুগলের মুখপাত্র বলেন, 'অ্যাপ ডেভেলপারদেরকে এরকম সেবাগুলো আমাদের অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিতে হবে।'

এসব অ্যাপগুলো গুগলের নতুন নীতিমালা অনুযায়ী চলতে হলে আগামী ৩০ দিনের মধ্যে পোস্ট লঞ্চ করতে হবে বলে সময় বেধে দিয়েছে গুগল।

অন্যদিকে গাঁজা ডেলিভারি অ্যাপ ‘ইয়াজ’ এর এক মুখপাত্র বলেন, 'শুধুমাত্র একটি অবৈধ বাজার বন্ধে গুগলের এই সিদ্ধান্ত হতাশাজনক, তবে আমরা বিশ্বাস করি গুগল, অ্যাপেল এবং ফেসবুক আরও বড় ভালো কোন সিদ্ধান্ত গ্রহণ করবে যা হবে জনকল্যাণমূলক।'

সূত্র: রয়টার্স।

এ সম্পর্কিত আরও খবর