স্বর্ণে মোড়ানো শাওমি স্মার্টফোন

বিবিধ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 06:25:00

অনেক রকমের দামি ব্র্যান্ডের স্টাইলিশ স্মার্টফোনতো অনেক ব্যবহার করেছেন। কিন্তু কখনো কি ভেবেছেন ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো স্মার্টফোন ব্যবহারের কথা।

তেমনি সম্প্রতি সুইডিশ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ‘গোল্ডেন কনসেপ্ট’ নামের এক প্রতিষ্ঠান লিমিটেড এডিশনে ২৪ ক্যারেট সোনায় মোড়ানো কাস্টমাইজড ডিজাইনের শাওমি এমআই৯ নিয়ে আসছে।

স্মার্টফোনে নান্দনিকতার সাথে অভিজাত্যের মিশ্রণে ডিজাইনের জন্য গোল্ডেন কনসেপ্ট একটি পরিচিত নাম। এর আগে তারা আইফোনের জন্য অভিজাত এক্সেসরিস তৈরি করত। যার মধ্যে সোনায় মোড়া আইফোনের ক্যাসিং বিক্রি হয়েছিল ৪০ হাজার মার্কিন ডলারে।

শাওমির স্মার্টফোনে ২৪ ক্যারেট স্বর্ণের ব্যবহার আপনাকে একটু হলেও অবাক করবে। কিন্তু এরমধ্যে দিয়ে ইউরোপের বাজারে যে শাওমি ব্র্যান্ডের জনপ্রিয়তা আছে তা লক্ষ্য করা গেছে। এছাড়া শাওমি এমআই৯ ফ্ল্যাগশিপের স্মার্টফোনটি ইউরোপের বাজারে চীনাসহ বিশ্বের বিভিন্নস্থানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

তবে ২৪ ক্যারেট সোনায় মোড়া শাওমি এমআই৯ এর বাজারমূল্য কত হবে তা এখনও জানায়নি গোল্ডেন কনসেপ্ট।

সূত্র: জিসমোচীনা.কম

 

এ সম্পর্কিত আরও খবর