রমজানে ঈদ ক্যাম্পেইন বিজয়ীদের জন্যে অপো নিয়ে এসেছে আইসিসি ওয়ার্ল্ডকাপ ২০১৯ দেখতে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ।
এছাড়াও ক্যাম্পেইন চলাকালীন সময়ে অপো এফ১১ এবং অপো এ৭ সিরিজের যেকোন মডেলের স্মার্টফোন কিনলেই থাকবে নগদ ১,০০,০০০ টাকা, অপো এফ১১ প্রো ‘মার্ভেল এভেঞ্জার্স লিমিটেড এডিশন’ ফোনসহ আরো অনেক আকর্ষণীয় উপহার।
এই ক্যাম্পেইনটি নিয়ে অপো বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মিঃ ডেমন ইয়াং বলেন, “ঈদ-উল-ফিতর বাংলাদেশের অন্যতম বৃহত্তম উৎসব আর ক্রিকেট এমন এক উপলক্ষ যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আসে একই ছাতার নিচে।
এছাড়াও বিজয়ীদের জন্যে থাকছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচের টিকেট, অপো হ্যান্ডসেট ক্রয়ে শতভাগ ক্যাশব্যাক, ওয়্যারলেস হেডফোন, আকর্ষণীয় থ্রি-ইন-ওয়ান গিফট বক্স এবং ইন্টারনেট বান্ডেল অফার।
অফারটি মে ২২ থেকে চলবে জুন ৬ ২০১৯ পর্যন্ত।