জনপ্রিয় টিভি সিরিজ 'গেম অফ থ্রোন্স' এর সিজন-৮ দেখে হতাশা প্রকাশ করেছেন এর দর্শকরা। এই সিরিজের ৬টি পর্ব দেখার পর ৮ম পর্ব নিয়ে দর্শকদের ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা ছিল। কিন্তু এটি দর্শকদের হতাশ করেছে বলেই যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।
আর এজন্য সিরিজটির ভক্তরা একটি পিটিশন জমা দিয়েছে এটি পুনর্নির্মাণ করার জন্য। এই পর্যন্ত ৩৩ হাজার ভক্ত স্বাক্ষর পিটিশনে জমা পড়েছে। চেঞ্জ.ওআরজি নামক অনলাই সাইটে পিটিশনটি দেওয়া হয়েছে।
এই সিরিজটি পুনর্নির্মাণের জন্য কর্তৃপক্ষকে ভক্তরা পিটিশনটি পড়ার জন্য আবেদন জানায়।
গেম অব থ্রোন্সের একটি বিশাল সংখ্যক ভক্ত বাংলাদেশেও রয়েছে। আর সেই উন্মাদনায় এবারের পহেলা বৈশাখে বাড়তি আনন্দ যোগ করতে সেইদিন মুক্তি পেয়েছিল সিজন-৮।
জর্জ মার্টিন এর বেস্ট সেলিং বই ‘এ সং অব আইস এন্ড ফায়ার’ অবলম্বনে নির্মিত এই সিরিজটির ৮ পর্বের মাধ্যমেই এর ইতি টেনেছিল। কিন্তু তা হতাশ করেছে এর ভক্তদের।
কিন্তু বহুল প্রত্যাশিত এই সিজন হতাশ করেছে দর্শকদের তাই হতাশা ঘোচাতে পুনর্নির্মাণের দাবি জানাতে ক্যাম্পেইন চালাচ্ছে গেম অব থ্রোন্স ভক্তরা।