অনলাইন খাবার অর্ডার করার প্রতিষ্ঠান হাংরি নাকি এর সহ-প্রতিষ্ঠাতা তৌসিফ আহমেদ ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাত ২ টা ৫০ মিনিটে তিনি মালয়েশিয়ায় মারা যান। তিনি ক্যান্সারে ভুগছিলেন।
২০১৩ সালে রাজধানী ঢাকা থেকে প্রাথমিক যাত্রা শুরু করে এই দেশীয় প্রতিষ্ঠানটি। গ্রাহকের পছন্দের খাবার ডেলিভারির লক্ষ্যে জনপ্রিয় সব রেস্টুরেন্টসহ সারাদেশে ক্রমবর্ধমান দেড় হাজারেরও অধিক সহযোগী রেস্তোঁরা রয়েছে হাংরিনাকির।
২০১৯ সালের মধ্যেই এই সংখ্যা ২৫০০ ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে হাংরিনাকি কর্তৃপক্ষ।