বিশ্ব মা দিবস উপলক্ষে দেশের সকল মায়েদের উৎসর্গ করে দারাজ নন্দিনী আয়োজন করেছে ‘থ্যাঙ্ক ইউ মম’ ক্যাম্পেইন।
এই ক্যাম্পেইনের অংশ হিসেবে ১০ থেকে ১২ মে পর্যন্ত থাকছে মা ও শিশু পণ্য, স্বাস্থ্য-সৌন্দর্য, হোম-ডেকোর, মোবাইল ফোন, মেয়েদের ফ্যাশন ও বিউটি পণ্যসহ বিভিন্ন ক্যাটাগোরিতে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। আর শাওমি’র ‘রেদমি নোট ৬’ ২০ হাজার ৪৯৯ টাকার হ্যান্ডসেট পাওয়া যাবে ১৮ হাজার ৩৯ টাকায়।
এছাড়া গ্রাহকদের কেনাকাটার সুবিধার জন্য থাকছে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ব্যাংক ডিসকাউন্ট, সকল ভিসা কার্ডে থাকছে ১৫ শতাংশ মূল্যছাড় এবং বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে সর্বোচ্চ ২০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা।
অফারের পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে দারাজে থাকছে বাংলাদেশ জুড়ে ফ্রি ডেলিভারি। আর এই ক্যাম্পেইনটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সমকাল ও ঢাকা এফ এম ৯০.৪।