শ্রীলঙ্কায় সিঙ্গেল ও সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের পর দেশটিতে সকল প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে।
এ সংঘর্ষকে ঘিরে কোনো অস্থিরতা এবং গুজব না ছড়ায় সেজন্য সোমবার (৬ এপ্রিল) ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ভাইবারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
শ্রীলঙ্কার তথ্য মন্ত্রণালয় একটি প্রেস ব্রিফিং করে এ বিষয়টি নিশ্চিত করে। একই সঙ্গে দেশটির শহর নেগম্বোতে ওই দুই সম্প্রদায়ের সংঘর্ষকে কেন্দ্র করে কার্ফিউ জারি করা হয়েছিল, যা পরবর্তীতে তুলে নেওয়া হয়।
শ্রীলঙ্কান পুলিশের মুখপাত্র এসপি রুয়ান গুয়ানেসেকারা বলেন, ‘নেগম্বোতে কার্ফিউ সকাল ৭টায় তুলে নেওয়া হয়েছে।’
সম্প্রতি ২১ এপ্রিল ইস্টার সানডেতে গীর্জায় বোমা হামলার পরে সিঙ্গেল ও সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে এটি প্রথম সংঘর্ষ বাধে।
এর আগে শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে হামলার পর দেশটিতে তাৎক্ষণিক সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দিয়েছিল দেশটির সরকার। পরবর্তীতে ৩০ এপ্রিল এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল।
সূত্র- গ্যাজেটস নাও