সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পরেই জনপ্রিয়তার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে টুইটার। যেখানে ফেসবুকে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ হয় সেক্ষেত্রে টুইটার কিছুটা পিছিয়ে আছে বলা যায়।
এবার টুইটারে যুক্ত হয়েছে ফাস্ট ক্যাপচার মুডের সঙ্গে আরো নতুন কিছু মজার ফিচার। টুইটারের মূল মেন্যু হোম এ থাকা অবস্থায় বামে সোয়াইপ করলে চলে আসবে ফাস্ট ক্যাপচার ক্যামেরা মুড।
এর ইন্সট্যান্ট ক্যামেরা মুডে প্রতি মুহূর্তের ছবি-ভিডিও লুপ করে পোস্ট করতে পারবেন। আর ছবি-ভিডিওর সঙ্গে লোকেশন এবং ক্যাপশনে ৫টি ভিন্ন রঙের ব্যাকড্রপ ব্যবহার করা যাবে। যা ভেসে থাকবে ছবির উপরেই দৃশ্যমান অবস্থায়। এছাড়া থাকছে সরাসরি লাইভ সম্প্রচারের সুবিধা।
টুইটার থেকে এক বিবৃতিতে জানায়, এই ফিচারটি টুইটারে একটি নতুন মাত্রা যোগ করবে। তারা মনে করেন, এই প্রযুক্তির মাধ্যমে শুধু ফলোয়ারদের কাছেই নয় তারা পৌঁছে যাবে বিশ্বের সবখানে।
এই ক্যামেরা ফিচারে থাকছে না কোন ফিল্টার বা স্টোরি শেয়ারিং মুড। তবে এইরকম ফিচারগুলো ইতিমধ্যে অন্যান্য সামাজিক মাধ্যমগুলোতে ব্যবহার করা হয়েছে।