ফেসবুক আর ট্র্যাক করবে না

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তা২৪ | 2023-08-30 14:24:32

ফেসবুকের ব্যাপারে বিভিন্ন সময়ে ব্যবহারকারীদের তথ্য নিরাপত্তা নিয়ে অনেক রকমের প্রশ্ন উঠেছে। এছাড়া ব্যবহারকারীদের তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করার অভিযোগও উঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

তবে এখন আর একজন ব্যবহারকারীকে ট্র্যাক করতে পারবে না ফেসবুক যদি সে চায়। প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সম্প্রতি একটি আপডেট নিয়ে এসেছে।
নতুন এই আপডেটে থাকছে ‘লোকেশন’ অন/অফ করার জন্য একটি অপশন। এতে করে ব্যবহারকারী চাইলে নিজের লোকেশন সার্ভিস অপশন টি বন্ধ করে রাখতে পারবে।

ফেসবুকের একটি ফিচার ‘নেয়ার বাই ফ্রেন্ডস’ এতে করে ব্যবহারকারীদের লোকেশন সার্ভিস অন করতে বলা হয়। এতে গ্রাহক যদি ফেসবুক ব্যবহার না ও করে তার লোকেশন ট্রেস করতে পারত ফেসবুক।

নতুন এই সংস্করণে ফেসবুক দাবি করছে ব্যবহারকারী চাইলে এখন লোকেশন ট্র্যাকিং বন্ধ করতে পারবে। তবে এর আগে এই সুবিধাটি শুধু আইফোন ব্যবহারকারীদের জন্য ছিল।

 

তথ্যসূত্র: www.gadgetsnow.com

 

এ সম্পর্কিত আরও খবর