অনলাইন স্কুল টেন মিনিট স্কুলের অ্যাপ চালু করেছে রবি।
মঙ্গলবার(২৯ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারের সফটওয়্যার টেকনোলজি পার্কে অ্যাপটি উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, ‘শহর ও গ্রামের মধ্যে থাকা বৈষম্য দূর করে মানসম্মত শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে রবি-টেন মিনিট স্কুল।
রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, অ্যাপটি চালু হওয়ার মাধ্যমে অনলাইন স্কুলটির ব্যবহার ও সহজলভ্যতা দুটোই বাড়বে।
অনুষ্ঠানে আরও ছিলেন হেড অব কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স শাহেদ আলম, মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড সাস্টেইনেবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর ও রবি-টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক।
গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।