নতুন বছরে দাম কমলো সিম্ফনির চারটি হ্যান্ডসেট মডেলে। এখন থেকে দেশের সিম্ফনি’র সকল আউটলেটে সিম্ফনি ভি ১৩৫, ভি ১৪০, ভি ১৫৫ এবং আই ১০ প্লাস হ্যান্ডসেটগুলো পাওয়া যাবে বিশেষ ছাড়ে।
সোমবার ( ২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিম্ফনি।
১জিবি র্যাম, ৮জিবি রম এবং ফুল ভিশন ডিসপ্লে সমৃদ্ধ ভি ১৩৫ স্মার্টফোনটির পূর্বের মূল্য ছিল ৫ হাজার ৬৯০ টাকা এবং বর্তমান মূল্য রাখা হচ্ছে ৫ হাজার ৩৯০ টাকা। এই হ্যান্ডসেটটির সাথে কাস্টমার পাবেন একটি সেলফি স্টিক।
এ্যান্ড্রয়েড গো এবং ফুল ভিশন আইপিএস ডিসপ্লে সমৃদ্ধ ভি ১৪৫ স্মার্টফোনটির পূর্বের মূল্য ছিল ৬ হাজার ২৯০ টাকা এবং বর্তমান মূল্য রাখা হচ্ছে ৫ হাজার ৬৯০ টাকা।
ফোরজি নেটওয়ার্ক এবং ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লের ভি ১৫৫ স্মার্টফোনটির পূর্বের মূল্য ছিল ৬ হাজার ১৯০ টাকা এবং বর্তমান মূল্য রাখা হচ্ছে ৫ হাজার ৭৯০ টাকা।
মেটাল ব্যাক কভার এবং ডেডিকেটেড সেলফি বাটনের আই১০ প্লাস এর পূর্বের মূল্য ছিল ৭ হাজার ৫৯০ টাকা এবং বর্তমান মূল্য রাখা হচ্ছে ৬ হাজার ৯৯০ টাকা।