বাংলাদেশের ১৫ টি পেজ ও একাউন্ট সরিয়ে দিলো ফেসবুক

সোশ্যাল মিডিয়া, টেক

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪ | 2023-08-25 11:30:05

বাংলাদেশে চালিত ৯ টি পেজ ও ৬ টি একাউন্ট ডিলিট করে দিলো ফেসবুক।তথ্য বিকৃতির অভিযোগ ও প্রসিদ্ধ গনমাধ্যমের সাথে মিলিয়ে প্রায় একই রকম  দেখতে এমন নাম দিয়ে ফেসবুক পেজ গুলো খোলায় এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় ফেসবুক।

বৃহস্পতিবার(২০ ডিসেম্বর)এক বিবৃতিতে এ তথ্য জানায় ফেসবুক।সাইবার জগতে হুমকি নিয়ে কাজ করা  ‘গ্রাফিকা’ নামের একটি প্রতিষ্ঠানের করা অনুসন্ধানী প্রতিবেদনের বরাত দিয়ে  সোশ্যাল মিডিয়াটির পক্ষ থেকে জানানো হয় তারা বেশ কিছু দিন ধরে এই পেজ গুলোর গতিবিধি লক্ষ্য করছিলেন। তারা খুঁজে পেয়েছেন যে এই ধরনের পেজ থেকে ভুয়া গুজব তৈরি, মিথ্যা সংবাদ  ও মানুষের মাঝে বিভক্তি সৃষ্টি করে এমন সংবাদ পরিবেশন করা হচ্ছিলো।

তার আরও জানায় বিবিসি বাংলা, বিডিনিউজ২৪ এর মত প্রসিদ্ধ নিউজ পোর্টাল গুলোর সাথে নামের ও লোগোর মিল থাকায় মানুষ এই পেজ থেকে শেয়ার করা তথ্য গুলো দিয়ে বিভ্রান্ত হচ্ছিলো।  

পেজ গুলো থেকে স্পন্সরড  আর্টিকেল বিজ্ঞাপন দেয়া শুরু হয়েছিলো ২০১৭ সালের জুলাই মাস থেকে এবং সর্বশেষ বিজ্ঞাপন দেয়া হয়েছিলো ২০১৮ সালের নভেম্বর মাসে। এর মধ্যে তারা প্রায় ৮০০ ডলার বা ৬৭ হাজার টাকা খরচ করেছে।

ফেসবুক থেকে জানানো হয় এই ধরণের পেজ এর অনুসন্ধানে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর