ধন্যবাদ প্রোগ্রামের আওতায় রবি’র মূল্যবান গ্রাহকরা এখন থেকে পাপড়ি ডটকম থেকে ফুল কিনলে ১৫ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করতে পারবে।
বৃহস্পতিবার( ২৯ নভেম্বর) গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় রবি ।এ বিষয়ে রবি’র কর্পোরেট অফিসে রবি’র লয়্যালিটি অ্যান্ড উইনব্যাক’র জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম এবং পাপড়ি ডটকম’র সিইও অ্যান্ড কো-ফাউন্ডার কাজী ফৌজিয়া হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় রবি’র লয়্যালিটি অ্যান্ড উইনব্যাক’র ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার এবং পাপড়ি ডটকম’র ডেটা অ্যানালাইসিস’র ম্যানেজার কাজী মুবাশ্বের আলী এবং অপারেশন ম্যানেজার তনিমা আহাদ উপস্থিত ছিলেন।