কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসরের সমৃদ্ধ ডিভাইসটিতে থাকছে অ্যাড্রেনো ৫০৯ জিপিইউ। ৩ ও ৪ গিগাবাইট র্যাম সংস্করণে ডিভাইসটিতে পাওয়া যাবে ৩২ ও ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ সুবিধা।
শাওমির ফোর ক্যামেরা এআই সিরিজের এই ফোনে ছবি তোলার জন্য পেছনে আছে ১২ ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ২০ ও ২ মেগাপিক্সেল ক্যামেরা। উভয় ক্যামেরা দিয়েই এইচডি ভিডিও রেকর্ড করা যাবে।
কানেক্টিভিটি হিসাবে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ ইত্যাদি সুবিধা।এছাড়াও এতে থাকবে এফএম রেডিও, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও ।
৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ডিভাইসটি কালো ও নীল রঙে বাজারে পাওয়া যাবে। ৩ ও ৪ গিগাবাইট র্যাম সংস্করণের মূল্য হবে যথাক্রমে ১৭ হাজার ৪৯৯ ও ২০ হাজার ৪৯৯ টাকা। তবে দারাজ ডটকমের বিশেষ অফারে সংস্করণ দুটি যথাক্রমে ১৪ হাজার ৯৯৯ টাকা ও ১৭ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাবে।