রবিশপে ওয়ানপ্লাস সিক্সটি মডেলের প্রি-বুকিং শুরু হয়েছে। অফারটি চলবে মঙ্গলবার পর্যন্ত। আগামী ১ ডিসেম্বর থেকে প্রি-অর্ডার করা হ্যান্ডসেটগুলোর ডেলিভারি শুরু হবে।
প্রি-অর্ডার দিলে অ্যাঙ্কার ব্লুটুথ এয়ারফোন, ওয়ানপ্লাসের টি-শার্ট, ফ্রি হোম ডেলিভারি ও ৪ জিবি ফ্রি ডেটাসহ আরও কিছু উপহার পাবেন ক্রেতারা। এছাড়াও, ওয়ানপ্লাস সিক্সটি হ্যান্ডসেটগুলো কিনলে ৬ মাসের মধ্যে ১০০ টাকার বেশি ডেটা প্যাক কিনলে প্রতিবার ১০০ শতাংশ ডেটা বোনাস পাওয়া যাবে।
ফোনটির দাম ধরা হয়েছে ৬২ হাজার ৯৮৮ টাকা। প্রি-বুকিংয়ে প্রতিমাসে ৫ হাজার ২৪৯ টাকা করে ১২ মাসের ইএমআই সুবিধা পাবেন ক্রেতারা।