নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনলে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে ওয়ালটন। অফারটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
ওয়ালটন সেলুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, অফারটির আওতায় প্রিমো এন৩, প্রিমো এইচ৭ ও প্রিমো এনএফ৩ এই তিন মডেলের স্মার্টফোনে ক্যাশব্যাকের অফার দেয়া হয়েছে।
এই ফোনগুলোতে ৫০০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার, ১৫শ’, পাঁচ হাজার বা ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। ।
অফারটি পেতে ফোন কেনার পর ম্যাসেজ অপশনে গিয়ে BO লিখে স্পেস দিয়ে ফোনটির আইএমইআই (IMEI) নম্বর লিখে ০১৭৫৫৬১১১১১ নম্বরে পাঠাতে করতে হবে।ফিরতি এসএমএসে ক্রেতাকে ক্যাশব্যাকের পরিমাণ জানিয়ে দেয়া হবে।
গ্রাহক বিক্রেতার কাছ থেকে তাৎক্ষণিকভাবে তা সংগ্রহ অথবা মোবাইলের দামের সঙ্গে সমন্বয় করতে পারবেন।যেকোনো ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ড আউটলেট থেকে ইএমআই ও কিস্তিতে ফোন কিনলেও ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যাবে।