নিউজ টোয়েন্টিফোরের সিনিয়র ক্রীড়া সাংবাদিক তাপস জুবায়েরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।
৩৮ বছর বয়সে শুক্রবার রাতে না ফেরার দেশে চলে গেছেন তাপস জুবায়ের। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সদালাপী ও হাস্যোজ্জ্বল তাপস জুবায়েরের আকস্মিক মৃত্যুতে বিএসপিএ সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য গভীরশোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।