করোনাভাইরাসের এই দুঃসময়ের শুরু থেকেই মানুষের পাশে আছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। তারই অংশ হিসেবে করোনাভাইরাস প্রতিরোধে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের কাছে সুস্বাস্থ্যের জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জামাদি তুলে দিয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ক্রীড়া ব্যক্তিত্ব তরফদার মো. রুহুল আমিনের পক্ষে এ সব হস্তান্তর করেন কোম্পানির নির্বাহী পরিচালক মেজর (অব.) ফারুক আহমেদ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সাইফ গ্লোবাল স্পোর্টসের জেনারেল ম্যানেজার আহমেদ সাঈদ আল ফাতাহ।
কারোনাকালের শুরু থেকেই সাইফ পাওয়ার আর্ত মানুষকে সহায়তা অব্যাহত রেখেছে। করোনাভাইরাস প্রতিরোধে রোববার পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই), ফেস মাস্ক, আই শিল্ড, হ্যান্ড গ্লাভস ও গাম বুট প্রদান করা হয়েছে।
সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন জানাচ্ছিলেন, 'করোনা মোকাবিলা করেই দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে হবে আমাদের। দেশের শিল্প-বাণিজ্য বাঁচাতে আমি ও আমার প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুরু থেকে চট্টগ্রাম বন্দর সচল রাখতে পরিশ্রম করে যাচ্ছি।
এর আগে গত শনিবার করোনা আক্রান্তদের সুরক্ষায় কক্সবাজারে বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী প্রদান করে সাইফ পাওয়ারটেক লিমিটেড।