টানা ১৯ দিন ইউরোপের ট্র্যাক এন্ড ফিল্ড দাঁপিয়ে বেড়িয়েছেন হিমা দাস। লিখেছেন নতুন এক ইতিহাস। পাঁচটি প্রতিযোগিতায় অংশ নিয়ে ছিনিয়ে নিয়েছেন পাঁচটি স্বর্ণ পদক। আসামের এ সোনার মেয়ের অসাধারণ এ কৃতিত্বে গর্বিত পুরো ভারত। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা আর অভিনন্দন বন্যায় ভেসে যাচ্ছেন ভারতীয় এ নারী দৌড়বিদ।
১৯ বছরের হিমার এ অর্জনে যারপরনাই খুশী ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের সঙ্গে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাও।
রাষ্ট্রপতি কোবিন্দ স্প্রিন্টার হিমাকে উৎসাহ দিয়ে টুইটারে লিখেন, ‘তিন সপ্তাহে পাঁচটি স্বর্ণপদক৷ তুমি চমৎকার হিমা দাস৷ দৌড়ে যাও, চমকে দিতে থাকো৷ এ সাফল্য যেন ২০২০ অলিম্পিকে আমাদের জন্য গর্ব বইয়ে নিয়ে আসে।’
প্রধানমন্ত্রী মোদি এক টুইট বার্তায় লিখেন, ‘হিমা দাসের অভূতপূর্ব সাফল্যে পুরো দেশ গর্বিত৷ বিভিন্ন প্রতিযোগিতা থেকে পাঁচটি স্বর্ণ পদক জিতে সবাইকে খুশী করেছো। অভিনন্দন রইল। এবং একই সঙ্গে ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভ কামনা।’
হিমাকে গোল্ডেন গ্লার্ল উল্লেখ করে টুইটারে আনুশকা লিখেন, ‘১৯ দিন – ৫টি স্বর্ণ পদক – একটি সোনার মেয়ে! অভিনন্দন হিমা দাস! তুমি দৃষ্টান্তের দৃষ্টান্ত৷ তোমার সার্মথ্য ও অধ্যবসায় আগামী প্রজন্মের মেয়েদের প্রেরণা৷’ জবাবে আনুশকাকে হিমা লিখেন, ‘ধন্যবাদ আনুশকা শর্মা। আমি আপনার পাড় ভক্ত।’
হিমার ইউরোপ অভিযাত্রা শুরু হয়েছিল ২ জুলাই। চলে ২১ জুলাই পর্যন্ত। পোল্যান্ডের পোজনান গ্রাঁ প্রি (২০০ মিটার), পোল্যান্ডের কুতনো অ্যাথলেটিকস মিট (২০০ মিটার), চেক প্রজাতন্ত্রের তাবর অ্যাথলেটিকস মিট (২০০ মিটার), চেক প্রজাতন্ত্রের ক্লাদনো অ্যাথলেটিকস মিট (২০০ মিটার) ও প্রাগের নোভ মেস্তো নাড মেটুজি গ্রাঁ-প্রিতে হিমা ৪০০ মিটার স্বর্ণপদক জেতেন।