টিভিতে ব্যাডমিন্টন-কাবাডি রোমাঞ্চ

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 21:35:33

রোববার টেলিভিশনের পর্দায় থাকছে ব্যাডমিন্টন রোমাঞ্চ। ওয়ার্ল্ড ট্যুরের লড়াই দেখার সুযোগ থাকছে ক্রীড়াপ্রেমীদের জন্য। ব্যাডমিন্টনের উত্তেজনা দর্শকরা সরাসরি টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন দুপুর ১টা থেকে।

দর্শকদের জন্য থাকছে কাবাডি লড়াইও। প্রো কাবাডি লিগের খেলা টেলিভিশনের পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে রাত ৮টা থেকে

টেনিস অনুরাগীরাও চোখ রাখতে পারেন আজ ছোট পর্দায়। তাদের জন্য থাকছে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ হাইলাইটস। যেখানে এবার দেখা গেলো নোভাক জোকোভিচ ও সিমোনা হালেপের দাপট।

চলুন দেখে নেই রোববার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ব্যাডমিন্টন
এইচএসবিসি বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ২০১৯
সরাসরি দুপুর ১টা
স্টার স্পোর্টস ওয়ান

কাবাডি
ভিভো প্রো কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান

টেনিস
উইম্বলডন, হাইলাইটস
রাত সাড়ে দশটা
স্টার স্পোর্টস সিলেক্ট টু

এ সম্পর্কিত আরও খবর