মাত্র ৭৩ রানে অল আউট ঢাকা

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-29 20:15:00

মাত্র ৭৩ রানে অল আউট ঢাকা

ব্যাট করতে যেনো ভুলেই গেল ঢাকা ক্যাপিটালস। বিপিএলে আজ ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে উ্ইকেটে আসা যাওয়ার দায়টুকুই যেনো সারলেন দলটির ব্যাটাররা। তাতেই লজ্জার এক ইনিংস গড়ল চিত্রনায়ক শাকিব খানের দল।

মিরপুরে আজ বুধবার বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৭৩ রানে অল আউট হয়ে গেছে ঢাকা। বরিশালের মোহাম্মদ নবী, তানভির ইসলাম ও ফাহিম আশরাফ নেন ৩টি করে উইকেট।

মিরপুরের উইকেটে রান তুলতে ভুলেই গেলেন লিটন দাসরা। দলের ওপেনিং থেকে শুরু করে শেষপর্যন্ত কেউই নিজের ইনিংসকে ২০ রান অব্দি নিয়ে যেতে পারলেন না। শেষপর্যন্ত মাত্র ১৫.৩ ওভারে সবকটি উইকেট বিলীন করে দিয়ে ৭৩ রান তুলে মাঠ ছাড়ে দলটি।

ঢাকার হয়ে সবোর্চ্চ ১৫ (১১) রানের ইনিংস খেলেন লঙ্কান খেলোয়াড় থিসারা পেরারা। অন্য ম্যাচে জ্বলে উঠা লিটনও আজ নিষ্প্রভ ছিলেন। মাত্র ১০ রান করে সাজঘরের পথ ধরেন তিনি। ১০ রানে ফেরেন রন্সফোর্ড বিটন।

বরিশালের হয়ে মোহাম্মদ নবি ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ৯ রানে নেন ৩ উইকেট।ফাহিম আশরাফ ২.৩ ওভারে ১৫ রানে তুলেন ৩ উইকেট। ২ ওভারে ২ রানে ৩ উইকেট নেন তানভির ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর

right arrow