রিয়ালে এমবাপের প্রথম হ্যাটট্রিক,দারুণ জয়ে শীর্ষ চারে সিটি

ফুটবল, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-26 10:27:11

রিয়াল মাদ্রিদের হয়ে শুরুটা খুব একটা ভালো হয়নি ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপের। তবে সময়ে সঙ্গে নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছেন এই ফরাসি তারকা। ম্যাচের পর ম্যাচ গোল করে প্রমাণ দিচ্ছেন কেন তিনি সময়ের অন্যতম সেরা।
এর আগের ম্যাচে করেছেন জোড়া গোল। তবে রিয়ালের হয়ে প্রথম হ্যাটট্রিকটা পেতে খুব বেশি অপেক্ষা করতে হলো না।রিয়ালের হয়ে ১৯ তম ম্যাচে এমবাপে দেখা পেলেন ৩ গোলের। শনিবার রাতে হোসে জোরিয়া স্টেডিয়ামে এমবাপের ঐ হ্যাটট্রিকেই লা লিগায় রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
এই জয়ে শেষ চার লিগ ম্যাচের প্রতিটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে কার্লো আনচেলত্তির দল।২১ ম্যাচে ১৫ জয়,৪ ড্র ও ২ হারে পয়েন্ট টেবিলে সবার উপরে মাদ্রিদ। সমান ম্যাচ খেলে তাদের থেকে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ।
অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের বড় ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যান সিটি ও চেলসি। এই মৌসুমে ধুকতে থাকা পেপ গার্দিওলার দল জয় পেয়েছে ৩-১ গোলে।পিছিয়ে পড়েও ইওস্কো গাভারদিওল,আর্লিং হালান্ড ও ফিল ফোডেনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।শেষ ৫ লিগ ম্যাচে অপরাজিত সিটি। ২৩ ম্যাচে ১২ জয়,৫ ড্র ও ৬ হারে পয়েন্ট টেবিলের চারে আছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট নিয়ে যথারীতি সবার উপরে লিভারপুল।

এ সম্পর্কিত আরও খবর