ব্রাজিলের জালে আর্জেন্টিনার ৬ গোল

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2025-01-25 13:28:10

ফুটবল বিশ্বের চিরচেনা প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচের ইতিহাসে এর আগে এতো বড় ব্যবধানে জয় পায়নি কোন দল। তবে এবার সেই সমীকরণকে পাল্টে দিলো আর্জেন্টিনার অনুর্ধ্ব-২০ পুরুষ দলের খেলোয়াড়রা। দক্ষিণ আমেরিকা অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আজ ভোরে ব্রাজিলকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তেরা।

স্পেনের ভ্যালেন্সিয়ায় মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে আজ শনিবার বাংলাদেশ সময় ভোরে সেলেসেওদের মুখোমুখি হয় মেসিদের উত্তরসুরিরা। শুরু থেকেই বল নিজেদের দখলে নিয়ে ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল হজম করে সেলেসাওরা। ভ্যালেন্তিনো অ্যাকুনার থেকে বল পেয়ে ব্রাজিলের জালে বল জড়ান ইয়ান। এক মিনিট না যেতেই প্রতিপক্ষকে ২-০ ব্যবধানে পিছিয়ে দেন ম্যানচেস্টারের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া ক্লওদিও এচেভেরি।

দুই গোল হজম করার পর লড়াইয়ে ফেরার বদলে উল্টো ১১তম মিনিটে নিজেদের সর্বনাশ করে বসে ব্রাজিল। ইগোর সেরেতোর আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০তে। সেলেসাওদের আর দুঃখ না বাড়িয়ে বিরতিতে যায় জুনিয়র আলবিসেলেস্তেরা।

বিরতি থেকে ফিরে আবারো জ্বলে ওঠে আর্জেন্টিনা শিবির। তাতে আরও তিনবার জালের দেখা পায় তারা। ম্যাচের ৫২ মিনিটে আর্জেন্টিনাকে গোল এনে দেন অগাস্তিন রুবের্তো। এর ২ মিনিট পরে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলতি করেন এচেভেরি। আর ৭৮ মিনিটে ব্রাজিলের কফিনে শেষ পেরেকটি টুকে দেন সান্তিয়াগো হিদালগোর।

এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে ৮৫ বছরের রেকর্ড ভেঙ্গেছে জুনিয়র আলবিসেলেস্তেরা। এর আগে ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা জাতীয় দল। সেই প্রীতি টুর্নামেন্টে ওই জয়টাই এতদিন ব্রাজিলের বিপক্ষে জাতীয় দলের যে কোনো স্তরে সবচেয়ে বড় ছিল আর্জেন্টিনার।

১০ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে। যেখানে “বি” গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শনিবার মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দলকে নিয়ে মোট ছয় দলের রাউন্ড রবিন খেলা হবে। সেখান থেকে শীর্ষ চার দল জায়গা পাবে চিলি অনুষ্ঠিত হতে যাওয়া অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে।

এ সম্পর্কিত আরও খবর