আফগানিস্তানের সঙ্গে খেলতে আপত্তি নেই বাটলারের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2025-01-22 20:49:08

আফগানিস্তানের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ খেলা নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেছেন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার। আফগানদের বিপক্ষে ইংল্যান্ড দলের ম্যাচ যথাসময়ে হবে জানিয়ে তিনি রাজনীতি ও ক্রিকেটকে আলাদা রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর নারীদের খেলাধুলা ও জন পরিসরে নিষিদ্ধ করেছে তালেবান। আর সেটাকে নারীদের প্রতি বৈষম্য উল্লেখ করে আফগানিস্তানে পুরুষ দলের বিপক্ষে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে না খেলার আহ্বান জানিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে (ইসিবি) চিঠি দেন ব্রিটিশ পার্লামেন্টের ১৬০ রাজনীতিবিদ।

তাতে ইসিবির প্রধান জানিয়েছিলেন এই বিষয়ে ইসিবির একক সিদ্ধান্তের পরিবর্তে আইসিসি সহ সকল ক্রিকেট খেলুড়ে দেশের সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বোর্ড প্রধানের পর এবার আজ এ বিষয়ে মুখ খুলেছেন ব্রিটিশ দলপতি জস বাটলার।

তিনি বলেন, ‘এমন রাজনৈতিক পরিস্থিতিতে, একজন খেলোয়াড় হিসেবে আপনি যতটা সম্ভব তথ্যপূর্ণ হতে চেষ্টা করেন। বিশেষজ্ঞরা এ বিষয়ে অনেক বেশি জানেন, তাই আমি রোব কির (ইসিবির ম্যানেজিং ডিরেক্টর) এবং উপরের লোকদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি, যাতে আমি জানতে পারি তারা এ বিষয়ে কী ভাবছেন।’

এময় তিনি খেলা ও রাজনীতিকে আলাদা রাখার কথা উল্লেখ করেবলেন, নিশ্চিতভাবেই একজন খেলোয়াড় হিসেবে, আপনি চান না যে রাজনৈতিক পরিস্থিতি খেলাধুলায় প্রভাব ফেলুক। আমরা আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাব এবং সেই ম্যাচ খেলব এবং একটি খুব ভালো টুর্নামেন্ট উপভোগ করব।’

আগামী ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে আফগানিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লড়বে বাটলারের ইংল্যান্ড।

এ সম্পর্কিত আরও খবর