বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন আলিস ইসলামের

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-22 14:42:02

আরও একবার বিপাকে পড়ে গেলেন তিনি। ক্যারিয়ারের প্রথম বিপিএল খেলতে গিয়ে ২০১৯ সালে এমন অভিজ্ঞতা হয়েছিল আলিস আল ইসলামের। রংপুর রাইডার্সের হয়ে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয় এই স্পিনারের বোলিং অ্যাকশন। পরীক্ষা দেওয়ার আগেই পাওয়া চোটে ৮ মাসের জন্য ছিটকে যান। পরে অ্যাকশন শুধরে ঘরোয়া ক্রিকেটে ফেরেন এই স্পিনার।

কিন্তু চলতি বিপিএলে ফের প্রশ্নের মুখে আলিস। তিনি যখন দুর্দান্ত ছন্দে তখনই কীনা পেলেন দুঃসংবাদ! বোলিং অ্যাকশন নিয়ে উঠল প্রশ্ন। বিপিএল এবার চিটাগাং কিংসে খেলছেন তিনি। ৭ ম্যাচ খেলে নিয়েছেন ১১ উইকেট। ফর্মে যখন তুঙ্গে তখন দুঃসংবাদ পেলেন। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে এই স্পিনারকে।

চট্টগ্রামে বুধবার চিটাগং কিংস ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচের আগে টি-স্পোর্টসে জাতীয় নির্বাচক হান্নান সরকার বলেন, 'আমরা জানতে পেরেছি যে, আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন আম্পায়াররা।'

সন্দেহ নেই এটি তার দল চিটাগংয়ের জন্যও বড় দুঃসংবাদ! ৮ ম্যাচ খেলে শীর্ষ তিনে দল। তখন দলের অন্যতম সেরা বোলারের অ্যাকশন প্রশ্নবিদ্ধ।

গত ১৯ জানুয়ারি চিটাগং কিংসের হয়ে খেলড়ে গিয়েই প্রশ্নের মুখোমুখি হন আলিস। ফরচুন বরিশালের বিপক্ষে ৩ ওভার বলা করার দিন বোলিং অ্যাকশন নিয়ে ওঠে প্রশ্ন। পরের ম্যাচে একাদশে দেখা যায়নি তাকে। আজ বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলছেন।

এই অবস্থায় ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে ২৫ জানুয়ারি, শনিবার। এদিন মিরপুর শেরেবাংলায় বোলিং অ্যাকশান পরীক্ষা হবে অ্যালিসের।

এ সম্পর্কিত আরও খবর