আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরে সবার শেষে থেকে মৌসুম শেষ করেছিল বাংলাদেশ। নয় দলের এই টুর্নামেন্টে দুবারই ৯-এ থেকে আসর শেষ করে টাইগাররা। তবে এবার বাংলাদেশ অবস্থান করছে সাত নম্বরে। পেছনে ফেলেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে।
পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে স্লো ওভার রেটের কারণে ৫ পয়েন্ট জরিমানা হওয়ার পাশাপাশি ১০ উইকেটে ম্যাচ হারে পাকিস্তান। আর এতেই তাদের টপকে ৭ -এ চলে আসে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য আগের দুই আসর আটে থেকে শেষ করলেও এবার এখনও পর্যন্ত আছে সবার শেষে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের ২০২৩-২৪ মৌসুমে বাংলাদেশের পারফরম্যান্স ছিল গত দুই আসরের তুলনায় সন্তোষজনক। পাকিস্তানের মাটিতে ২-০ তে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১-১ এ সিরিজ ড্র করায় পয়েন্ট টেবিলে নিজেদের উপরে তুলে নিয়ে এসেছে টাইগাররা। এবারের আসরে মোট ১২ টেস্টে ৮ পরাজয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ৪টি।
বর্তমানে ৩১.২৫ শতাংশ পয়েন্ট নিয়ে এবারের আসর শেষ করেছে বাংলাদেশ। বাংলাদেশের পিছনে থাকা পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট যথাক্রমে ২৪.৩১ এবং ২৪.২৪ শতাংশ।
তবে এই মাসের শেষের দিকে ২ টেস্টে পাকিস্তানে পরস্পরের মুখোমুখি হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। এই দুই টেস্টের ফলাফল যা-ই হোক না কেন, তাতে দুই দলেরই পয়েন্ট টেবিলে বাংলাদেশকে টপকে যাওয়ার সুযোগ নেই। তাই এবারের আসরে বাংলাদেশ যে গত দুই আসরের মত পয়েন্ট টেবিলের তলানিতে থাকছেনা তা একদম নিশ্চিত করেই বলা যায়।