বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে বার্সেলোনা

ফুটবল, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-09 12:06:16

চমৎকার ফুটবল খেলে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে বুধবার রাতে অনুষ্ঠিত সেমি-ফাইনালে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল বার্সেলোনা। হান্সি ফ্লিকের দলটি দুই অর্ধে একটি করে গোল করে জয় নিশ্চিত করে।  

প্রথমার্ধে পেদ্রির পাস থেকে আলেহান্দ্রো বাল্দের কাট-ব্যাকে গাভি গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন। এটি ছিল ২০ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডারের চলতি মৌসুমের প্রথম গোল। হাঁটুর গুরুতর ইনজুরির কারণে ১১ মাস মাঠের বাইরে থাকা গাভি অক্টোবরে ফেরার পর এই গুরুত্বপূর্ণ মুহূর্তে গোলের মাধ্যমে দলকে এগিয়ে নেন।  

দ্বিতীয়ার্ধে গাভির পাস থেকে লামিনে ইয়ামাল বক্সে ঢুকে অসাধারণ দক্ষতায় বার্সেলোনার দ্বিতীয় গোল করেন। ইনজুরি কাটিয়ে তিন সপ্তাহ পর মাঠে ফিরে ১৭ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার তার ক্লাবের হয়ে চলতি মৌসুমে সপ্তম গোল করেন। এর পাশাপাশি তার ১২টি অ্যাসিস্টও উল্লেখযোগ্য।  

বিলবাও শেষ দিকে আক্রমণ বাড়ালেও ভাগ্য তাদের পক্ষে ছিল না। দুইবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। একবার দি মার্কোস এবং আরেকবার ইনাকি উইলিয়ামস গোল করলেও রেফারি ভিএআরের সাহায্যে অফসাইড দেন। শেষ মুহূর্তে ফেররান তরেস গোলের সুযোগ পেয়েছিলেন, তবে প্রতিপক্ষ ডিফেন্ডার বল গোললাইন থেকে ফিরিয়ে দেন।

বার্সেলোনা এখন রোববার ফাইনালে রিয়াল মাদ্রিদ ও মায়োর্কার মধ্যকার জয়ী দলের মুখোমুখি হবে। গত বছরের শেষভাগে বাজে সময় কাটালেও নতুন বছরে প্রথম দুই ম্যাচেই জয় পাওয়ায় বার্সেলোনা আবার আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।

এ সম্পর্কিত আরও খবর