সাফ চ্যাম্পিয়নশিপে যুক্ত হলো ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’

ফুটবল, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-08 20:53:57

আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলে ভিন্নতা আনছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। আজ বুধবার সাফ নির্বাহী কমিটির এক সভায় ২০২৫ সালের সকল আঞ্চলিক ম্যাচের জন্য হোম-এবং অ্যাওয়ে ম্যাচের নতুন ফরম্যাট অনুমোদন করা হয়েছে।

আগের সব সাফ চ্যাম্পিয়নশিপ একটি কেন্দ্রীভূত ভেন্যুতে অনুষ্ঠিত হত। কিন্তু আগামী বছর থেকে সাফ তার পার্টনার স্পোর্টস ফাইভের পরামর্শে হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

সভা শেষে গণমাধ্যমে কথা বলেছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তিনি বলেন,‘প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ হোম অথবা অ্যাওয়ে পদ্ধতিতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এই মাসেই আমরা সদস্য দেশগুলোর সাধারণ সম্পাদকদের সঙ্গে সভা করব। সেই সভায় মূলত বাকি বিষয় চূড়ান্ত হবে। যদি কোনো সমস্যা বা বিপত্তি সৃষ্টি হয়, সেক্ষেত্রে আগের মতো কেন্দ্রীয় ভেন্যুতে সাফ অনুষ্ঠিত হবে। তখন ভেন্যু নির্ধারণ করা হবে। এই টুর্নামেন্টের প্রাথমিক সময়সূচি ১৫ জুন থেকে ২৫ জুলাই।’

ক্লাব চ্যাম্পিয়নশিপের রূপরেখা নিয়েও কথা বলেন হেলাল, ‘সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে আটটি দল অংশগ্রহণ করবে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দেশের দুটি ক্লাব এবং বাকি দেশগুলো থেকে একটি ক্লাব অংশ নেবে। আটটি ক্লাব দুই গ্রুপে হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে। ফাইনালও হবে হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতিতে।’

সভার সাফ পুরুষ এবং নারীর পাশাপাশি সাফ অনূর্ধ্ব-২৩ এবং সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ এই চার টুর্নামেন্টের জন্য মার্কেটিং কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। যদিও ২০২৬ সাল থেকে প্রতি বছর ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে।’

এ সম্পর্কিত আরও খবর