উসমানের সেঞ্চুরি, চিটাগংয়ের রানের পাহাড়

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-03 15:59:23

বিপিএলে রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে উসমান খানের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে চিটাগং কিংস সংগ্রহ করেছে ২১৯ রান। শুক্রবার (৩ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে রাজশাহী টসে জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠায়।

শুরুটা অবশ্য ভালো হয়নি চিটাগংয়ের। পারভেজ হোসেন ইমন রানের খাতা খোলার আগেই তাসকিন আহমেদের বলে আউট হন। তবে এরপর উসমান খান ও গ্রাহাম ক্লার্ক মিলে গড়েন ১২০ রানের বড় জুটি। ২৫ বলে ৪০ রান করে ক্লার্ক সোহাগ গাজীর বলে আউট হন।

উসমান খান এরপর রাজশাহীর বোলারদের উপর তাণ্ডব চালিয়ে মাত্র ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। এটি বিপিএলের ইতিহাসে ৩৩তম এবং উসমানের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০২৩ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে তিনি রংপুর রাইডার্সের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন।

ম্যাচে উসমানের ৬২ বলে ১২৩ রানের ইনিংসে ছিল ১৩টি চার ও ২টি ছক্কা। তাতেই তিনি বিপিএলের ইতিহাসের পাতায় ঢুকে পড়েন। বিপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায় তার এই ইনিংস আছে চারে।

ওদিকে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ১৫ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন। শেষ দিকে হায়দার আলীর ৮ বলে অপরাজিত ১৯ রানের ইনিংস চিটাগংকে নিয়ে যায় ২১৯ রানে।

রাজশাহীর বোলারদের মধ্যে তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করে চার ওভারে ২২ রান দিয়ে দুটি উইকেট নেন। বাকিদের সবাই রান দিয়েছেন নিদেনপক্ষে ওভারপ্রতি ৯ করে।

এ সম্পর্কিত আরও খবর