বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখা তো বটেই, এই ম্যাচটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ ডব্লিউটিসি ফাইনালের দৌড়ে টিকে থাকার জন্যও। সিডনিতে এই ম্যাচে জিততেই হবে ভারতকে। সেই ম্যাচের শুরুটা মোটেও ভালো হলো না ভারতের। অলআউট হলো মোটে ১৮৫ রান তুলে।
অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে মাঠে নামে দলটা। খারাপ ফর্মের কারণে নিজেকে বিশ্রামে রেখেছেন রোহিত। তার বদলে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক জসপ্রীত বুমরা।
তবে শুরু থেকেই ব্যর্থ ভারতের ব্যাটিং লাইনআপ। ওপেনার হিসেবে ফিরে ব্যর্থ কেএল রাহুল (৪) ও শুভমন গিল (২০)। বিরাট কোহলি ফেরেন ১৭ রানে। ৭২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
এরপর ঋষভ প্যান্ট ও রবীন্দ্র জাদেজার ব্যাটে আশা দেখছিল ভারত। তবে সে আশাও শেষ হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই।
ভারত আজ রান তুলেছে ওভারপ্রতি তিনেরও কম করে। অজি পেসারদের দাপটটা যদি এই করেও কমানো যায়। তবে তাতেও কাজ হয়নি আদৌ। শেষ পর্যন্ত ভারতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৮৫ রানে।
অস্ট্রেলিয়ান পেসার স্কট বোল্যান্ড নেন ৪ উইকেট, মিচেল স্টার্ক ঝুলিতে ভরেন ৩টি। তাদের আগুনে স্পেলে ছারখার হয়ে যায় ভারতীয় ব্যাটিং।
১৮৫ রানের সংগ্রহ নিয়ে ম্যাচে লড়াই করা ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ম্যাচে ফিরতে হলে এখন বোলারদের অবদান বড় প্রয়োজন দলটার।