প্রিমিয়ার লিগের সর্বশেষ ৫০ বছর আগে অবনমনে পড়েছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯৭৩-৭৪ মৌসুমে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে সিটির ডেনিস ল’য়ের বির্তকিত এক গোলের মধ্য দিয়ে অবনমন হয়েছিলো ইংলিশ এ ক্লাবটির। তবে এবার সেই ইতিহাসের পুরাবৃত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন ইউনাইটেড কোচ রুবেন আমোরিম।
গত সোমবার নিউ ক্যাসেলের বিপক্ষে ২-০ গোলে হারার পর অবনমনের শঙ্কা মাথাচাড়া দিয়ে উঠেছে ভালোভাবেই। তা এড়ানোর লড়াইয়ে ইতোমধ্যেই নেমে পড়েছে কি না তার দল, সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয়, এ শঙ্কাটা আছে। আমাদের অবস্থান কী, তা ভক্তদের কাছে পরিষ্কার করতে হবে।’
বিদায়ী ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড সব প্রতিযোগিতায় ছয়টি ম্যাচ হেরেছে। এক মাসে এতগুলো হার ক্লাবটি নিজেদের ইতিহাসে তৃতীয় বারের মতো দেখল তাতে। এছাড়া এ মাসে তাদেরকে ১৮টি গোলও হজম করতে হয়েছে। এক মাসে এত গোল শেষ ৬০ বছরে হজম করেনি ইউনাইটেড। যার ফলে পয়েন্ট টেবিলে ১৪তম অবস্থানে থেকে বছর শেষ করতে হচ্ছে আমোরিমের শিষ্যদের।
২০১৫ সালে কোচ লুই ফন হালের অধীনে প্রথমবারের মতো একই মৌসুমে টানা তিনটি প্রিমিয়ার লিগের ম্যাচ হেরেছিলো তারা। আর এবার নভেম্বরে আমোরিমের দায়িত্ব নেওয়ার পরপরই ডিসেম্বরেই ৬ ম্যাচ হার দেখে ক্লাবটি।
দলের এমন বাজে পারপর্মেন্সের দায় অবশ্য স্বীকার করেছেন আমোরিম। তিনি বলেন, ‘এটা আমারও দোষ। দলের উন্নতি হচ্ছে না। এই মুহূর্তে কিছুটা গতি হারিয়েছে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে অনেক খেলা হারার বিষয়টা কিছুটা বিব্রতকর। এবং আমি মনে করি মানুষ এই ক্লাবের অজুহাত শুনতে শুনতে ক্লান্ত। ক্লাবে গতি ফেরাতে এর একটা ধাক্কা দরকার।’