আরও ২ বিশ্বকাপে খেলার আশা নেইমারের

ফুটবল, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-21 17:33:25

চোটের কারণে নেইমার জুনিয়র মাঠে ছিলেন না এক বছর। সে চোট কাটিয়ে তিনি মাঠে ফিরতেই আবার নতুন চোট পেয়েছেন। এমন পরিস্থিতিতে দেড় বছর পর অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন কি না, তা নিয়ে ছিল শঙ্কা। তবে নেইমার এবার সুখবর দিলেন, জানালেন তিনি একটা নয়, আরও দুটো বিশ্বকাপ খেলতে চান।

২০২২ কাতার বিশ্বকাপই হবে তার শেষ। এমনটা নেইমার আগেই জানিয়ে রেখেছিলেন। তাই সে বিশ্বকাপে যখন তার দল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল, তারপরই তার শেষটা অনেকেই দেখে ফেলেছিলেন। তবে এবার তিনি জানালেন, ২০২৬ বিশ্বকাপেও তিনি খেলতে চান। 

চোট এবারের বিশ্বকাপ বাছাইপর্বের অনেকটা অংশে তাকে খেলতে দেয়নি। তবে নেইমার জানালেন, ফেরার জন্য তর সইছে না তার। তার কথা, ‘অবশ্যই। আমি ফিরব। সেই প্রস্তুতিই নিচ্ছি। আমাকে এবারই ডাকতে পারত। কিন্তু কোচের সঙ্গে কথা বলার পর বুঝেছি, তিনি না ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু পরেরবার আমি অবশ্যই সতীর্থদের সঙ্গে থাকব। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে ভালো আর কিছুই হয় না। আশা করি দল আরও উন্নতি করবে।’

তিনি আরও ‘সবার আগে আমি আল হিলালের হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চাই। মারাত্নক এক চোট থেকে কেবল ফিরেছি। নিজের পর্যায়ে ফিরতে ও কেন এখানে আছি, তা বোঝাতে এখনো হাতে সময় আছে। আমার অগ্রাধিকার হলো ভালোভাবে সেরে ওঠা। শারীরিক সক্ষমতা বাড়িয়ে আবারও খেলা শুরু করা।’ 

২০২৬ বিশ্বকাপ তো আছেই, তার আগে আরও একটা বিশ্বকাপ অপেক্ষা করছে তার জন্য। ২০২৫ ক্লাব বিশ্বকাপে খেলবে আল হিলাল, সেখানেও খেলতে আগ্রহী তিনি। তার কথা, ‘আল হিলালের হয়ে আমি ২০২৫ ক্লাব বিশ্বকাপ খেলতে চাই। কারণ, ক্লাবের জন্য এটা গুরুত্বপূর্ণ।’

বিশ্বকাপে খেলা নিয়ে নেইমার আরও বলেন ‘অবশ্যই বিশ্বকাপে খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য। আমি এরই মধ্যে তিনটি বিশ্বকাপে খেলেছি। অবশ্যই চতুর্থটিতেও খেলতে চাই। এটায় মনোযোগী থাকতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর