নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-20 16:30:55

মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম আসরে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। কুয়ালালামপুরের বায়েমাস ওভাল মাঠে সুপার ফোরের শেষ ম্যাচে নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ১১ ওভারে নামানো হয়। প্রথমে ব্যাটিং করতে নেমে নেপাল ১১ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৫৪ রান করে। 

বাংলাদেশের বোলাররা ছিল অত্যন্ত নিয়ন্ত্রিত। নেপালি মেয়েরা রানআউটের ফাঁদেও পড়েছে ৪বার। নেপালের পক্ষে সর্বোচ্চ ১১ রান করেন সাবিত্রি ধামি। বাংলাদেশের ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, ফাহমিদা ও হাবিবা ইসলাম একটি করে উইকেট নেন।

বাংলাদেশের ব্যাটিং শুরু থেকেই ছিল আত্মবিশ্বাসী। ফাহমিদা ছোঁয়া এবং ইভা উদ্বোধনী জুটিতে দুর্দান্ত ব্যাটিং করেন, মাত্র ৭.২ ওভারে ৪৬ রান যোগ করেন। জয় থেকে ৯ রান দূরে থাকতে ইভা আউট হন, তবে তার ২১ বলের ১৮ রানের ইনিংস বাংলাদেশের জয় নিশ্চিত করতে সাহায্য করে। 

এরপর সুমাইয়া আক্তার সুবর্না ৬ বল খেলে ২টি চারে ১০ রান করে ম্যাচ শেষ করেন। ফাহমিদা ৩২ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। উল্লেখ্য, এই ভারতকে হারিয়েই চলতি মাসের শুরুতে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। এবার মেয়েদের ক্রিকেটেও একই সুযোগ দলের সামনে।

এ সম্পর্কিত আরও খবর