কর্পোরেট অ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টে টানা দুই ম্যাচে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে সেনা কল্যাণ সংস্থা। শনিবার টুর্নামেন্টের দুটি ম্যাচে জয় পেয়েছে সেনা কল্যাণ সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনী। সেনা কল্যাণ সংস্থা দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে ৬ রানে হারিয়েছে ক্যাডেট’স এলেভেনকে। দিনের অন্য ম্যাচে বাংলাদেশ নেভি পাত্তাই পায়নি বাংলাদেশ সেনাবাহিনীর চৌকষ ব্যাটিংয়ের সামনে। নেভির দেওয়া ১২৮ রানের টার্গেট সেনাবাহিনী কোনো উইকেট না হারিয়ে দাপটের সঙ্গে জয় তুলে নেয়। টার্গেট টপকে যায় ৫ ওভার হাতে রেখেই।
বাংলাদেশ নেভির ওপেনার আলিমুল ইসলাম ৪ ছক্কা ও ২ বাউন্ডারিতে ৩৩ বলে ৪৩ রান করেন। ওয়ান ডাউনে খেলতে নামা রাফসুন বুলবুলের ব্যাট থেকে আসে ১৭ রান। মিডলঅর্ডারে আর কেউ বড় রান করতে পারেননি। সাত নম্বরে ব্যাট করতে নামা আরাফাত ইসলাম ২০ বলে ৩০ রানের ইনিংস খেললে নেভির স্কোর তিন অংকের কোটা পার করে।
বাংলাদেশ সেনাবাহিনীর হাসান মাহমুদ সৌরভ ও নবাব ইসলাম ছিলেন দলের সফল বোলার। সৌরভ ২৮ রানে ৪ উইকেট এবং নবাব ৩১.১ ওভারে মাত্র ১৪ রান খরচায় শিকার করেন ৩ উইকেট।
রান তাড়ায় নেমে বাংলাদেশ সেনাবাহিনী ঝটপট ম্যাচ শেষ করার তাগিদ দেখায়। দুই ওপেনার আরিফুর জামান রেয়াদ ও ফয়সাল কবিরের মারমুখি ব্যাটিংয়ে নেভির বোলিং উড়ে যায়। মাত্র ১৫ ওভারে কোনো ক্ষতি ছাড়া জয়ের লক্ষ্যে পৌছে যায় সেনাবাহিনী। ১০ উইকেটের বিশাল এই জয়ে আরিফুরের ব্যাট থেকে আসে অপরাজিত ৭৫ রান। মাত্র ৫৪ বলে ৬ ছক্কা ও ৫ বাউন্ডারিতে এই রান করেন আরিফুর। সঙ্গী ওপেনার ফয়সাল অপরাজিত ছিলেন ৪৬ রানে। সমান তিন ছক্কা ও বাউন্ডারিতে ৩৬ বলে হার না নামা ৪৬ রান করেন ওপেনার ফয়সাল।
দিনের অন্য ম্যাচে পুলিশ স্টাফ কলেজ গ্রাউন্ডে সেনা কল্যাণ সংস্থার দেওয়া ১১৯ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে ক্যাডেট’স এলেভেন গুটিয়ে যায় ১১২ রানে। ম্যাচের শেষ ওভারে এই ম্যাচ জিতে সেনা কল্যাণ সংস্থা। রান তাড়ায় নেমে ক্যাডেট’ এলেভেনের শুরুটা হলো চরম বাজে। শুরুর তিন ব্যাটার মিলে করলেন মাত্র ১০ রান। মিডলঅর্ডারে রাফি ফাইরুজ হক ও শফিউল ইসলাম মিলে যা কিছু রান করলেন। শফিউল ২৯ বলে ৩৫ রান করে ফিরে গেলেও রাফি একাই দলকে জয়ের সম্ভাবনায় রেখেছিলেন। কিন্তু ১৮তম ওভারের প্রথম বলে রাফির আউটের পর ক্যাডেট’স এলেভেন পথ হারিয়ে ফেলে। শেষ পাঁচ উইকেট হারায় তারা মাত্র ১৩ রান যোগ করে। গুটিয়ে যায় ১১২ রানে। ম্যাচ হারে ৬ রানে।
সেনা কল্যাণ সংস্থার প্রীতম ও শহীদ নাসের ৪টি করে উইকেট নেন।
শুক্রবার পুলিশ লাইন্স গ্রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছিল ক্যাডেট’স এলেভেন ও অল স্টার্স। এদিন ক্যাডেট’স’ এলেভেন ৩ উইকেটে হারায় বাংলাদেশ বিমান বাহিনীকে। দিনের অন্য ম্যাচে অল স্টার্সও ৩ উইকেটে হারায় বাংলাদেশ সেনাবাহিনীকে।