ইসলামাবাদে দুইশ রানও করতে পারলেন না হৃদয়রা 

ক্রিকেট, খেলা

বার্তা ২৪ স্পোর্টস | 2024-08-26 14:53:20

পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচের দুটিই হয়েছে ড্র। এতে সেই সিরিজের শিরোপা ভাগাভাগি করে নেয় বাংলাদেশ এ দল। তবে ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হলো না নাঈম-হৃদয়দের। মোহাম্মদ আব্বাস আফ্রিদির পেস তোপে ১৮৩ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। 

তিনটি এক দিনের প্রথম ম্যাচে আজ (সোমবার) টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ এ দল। সেখানে ৩৬ ওভারেই সবকটি উইকেট হারিয়ে ১৮৩ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় তাওহীদ হৃদয়ের দল। 

সেখানে সফরকারীদের পক্ষে ৫০-রানের গণ্ডি পেরিয়েছে কেবল সাইফ হাসানের ইনিংস। তিনি করেছেন ৫৮ রান। এছাড়া রিশাদ হোসেনের ব্যাটে এসেছে ৪০ রান।

বাংলাদেশ এ দলের টপ টু মিডল অর্ডারের ব্যাটারদের মূলত ভুগিয়েছেন পেসার আব্বাস আফ্রিদি। ২৩ বছর বয়সী এই পেসার ডানহাতি পেসার ৩৮ রান খরচে নিয়েছেন ফাইফার। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন মেহেরান মুমতাজ ও জাহানদাদ খান। 

এ সম্পর্কিত আরও খবর