শান্তর জন্মদিনের ‘পারফেক্ট’ উপহার

ক্রিকেট, খেলা

বার্তা ২৪ স্পোর্টস | 2024-08-25 20:01:07

জন্মদিনের এর চেয়ে পারফেক্ট কোনো উপহার হতে পারতো না নাজমুল হোসেন শান্তর জন্য। নিজের ২৬তম জন্মদিনে তার নেতৃত্বে বাংলাদেশ পেল ঐতিহাসিক এক জয়। ব্যাট হাতে তার অবদান খুব একটা না থাকলেও তার অধিনায়কত্ব আলাদাভাবেই রাখে প্রশংসার দাবী। এখন পর্যন্ত পাঁচটি টেস্টে নেতৃত্ব দিয়ে জয়ের দেখা পেয়েছেন দুটি ম্যাচে। সেটিও আবার নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে।

পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের এই বিশাল জয় বিদেশের মাটিতে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের জয়, উইকেটের হিসেবে। ম্যাচ শেষে ঐতিহাসিক এই জয় উৎসর্গ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য। ম্যাচশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘আমরা আজকের এই জয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য উৎসর্গ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’ 

ম্যাচের চাপে সবাই একসময় তো সবাই ভুলতেই বসেছিল আজ অধিনায়কের জন্মদিন। তবে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক বাজিদ খান শুরুতেই তুললেন শান্তর ২৬তম জন্মদিনের প্রসঙ্গ। জানালেন শুভেচ্ছাও। সেখানেই পরে শান্ত জানালেন দিনটা হয়ে থাকল ঐতিহাসিক এক দিন হিসেবে।

 ‘জয়ের জন্য আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা খুব বিশেষ ছিল। গত রাতে আমি স্ত্রীর সঙ্গে কথা বলেছি। সে বলেছে, আগামীকাল (আজ রোববার) জিতলে খুব ভালো দিন হতে পারে। শেষ পর্যন্ত আমরা এই ম্যাচটা জিতেছি। এটা আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন।’

এ সম্পর্কিত আরও খবর