ম্যাচসেরার টাকা বন্যার্তদের দিচ্ছেন মুশফিক

ক্রিকেট, খেলা

বার্তা ২৪ স্পোর্টস | 2024-08-25 17:58:02

মুশফিকুর রহিমের সততা, নিষ্ঠা, অধ্যবসায়, পরিশ্রম এবং নিবেদনের গল্প কম বেশি সবারই জানা। মিস্টার ডিপেন্ডেবল আরও একবার রাখলেন মহানুভবতার দৃষ্টান্ত। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট জয়ে ১৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন। ম্যাচ সেরার পুরস্কারের পুরোটাই দান করলেন বন্যার্তদের জন্য। সেই সাথে জয় উৎসর্গ করেছেন দেশের সকল মানুষেকে।

ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক বলেন, ‘বাজিদ ভাই (সঞ্চালক বাজিদ খান), আমার দলের অনুরোধে এই প্রাইজমানি বন্যার্তদের দান করতে চাই। আমি দেশের সবাইকে অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে সবাই যাতে এগিয়ে আসে।’

২৩ বছর অপেক্ষার পর টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়। আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে ওয়ানডেতে তাদের বিপক্ষে জয়টা এসেছিলো সবার আগে। আর টেস্টে নবম দল।

টেস্টে ২০০১ সাল থেকেই জয় আসছিলো না। ১৪তম দেখায় প্রথম জয়। এর মাঝে প্রথম ১৩ টেস্টের ১২ টাতেই হার। অবশেষে জয়ের মুখ। তাও আবার পাকিস্তানের মাটিতে সব ফরম্যাট মিলিয়েই ওদের বিপক্ষে প্রথম জয়।  রইলো বাকী ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা।

এই জয় টেস্টে বিদেশের মাটিতে বাংলাদেশের ৭ম জয়।  দেশের বাইরে সবশেষ জয় ২০২২ এর জানুয়ারিতে কিউইদের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে। এছাড়া এর আগে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারানোর স্বাদ পেয়েছিলো বাংলাদেশ।

এর আগে বাংলাদেশ কখনোই ওয়ানডে কিংবা টেস্টে পায়নি দশ উইকেটে জয়ের স্বাদ। পাকিস্তানের বিপক্ষে সেটাও হয়ে গেলো। যেটা আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে দ্বিতীয়বার।

সবমিলিয়ে দেশের রাজনৈতিক অস্থিরতা কিংবা ভয়াবহ বন্যার এই ক্রান্তিকালে মুশফিকের এমন ইনিংস, এমন মহানুভবতা কিংবা দলের এমন দাপুটে জয়ে আরও একবার উজ্জীবিত বাংলাদেশের মানুষ। সবই যেনো আবারও একসূত্রে গেঁথেছে বাংলাদেশিদের।

এ সম্পর্কিত আরও খবর