লিডে থেকে চা বিরতিতে গেল বাংলাদেশ

ক্রিকেট, খেলা

বার্তা ২৪ স্পোর্টস | 2024-08-24 16:18:24

চার ফিফটিতে চড়ে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রানে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। সেখানে মুশফিক অপরাজিত ছিলেন ৫৫ রানে এবং লিটন ৫২ রানে। তবে চতুর্থ দিনের শুরুতেই ফেরেন লিটন। অপরদিকে প্রথম সেশনেই মুশফিক তুলে নেন টেস্ট ক্যারিয়ারে নিজের ১১তম সেঞ্চুরি। এরপর দ্বিতীয় সেশনে টপকে যান দেড়শও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চা বিরতিতে যাওয়ার আগে ১৪৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪৯৫ রান। এতে স্বাগতিকদের চেয়ে ৪৭ রানে এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল।

গতকাল তিন ফরম্যাট মিলিয়ে তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন মুশফিক। আজ চতুর্থ দিনটাও রাঙাচ্ছেন তিনিই। সেঞ্চুরি টপকে এখন তিনি আছে ডাবল সেঞ্চুরির পথে! ১৭৩ রানে অপরাজিত আছেন মুশফিক, তার সঙ্গী হিসেবে উইকেটে আছেন মেহেদি হাসান মিরাজ। তিনিও নিজের অর্ধশতক তুলে নিয়েছেন।

লক্ষ্যটা বড় হলেও ব্যাট হাতে এখন পর্যন্ত দারুণ ছন্দে আছেন টাইগার ব্যাটাররা। যদি আগামীকালই রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম ও শেষ দিন। প্রথম ইনিংসই এখনো শেষ হয়নি। বাংলাদেশের হাতে বাকি চার উইকেট।

ম্যাচের পরিস্থিতি অনুযায়ী, টেস্টটি ড্র হওয়ার সম্ভাবনাই এখন বেশি। আজকের দিন শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশ যদি ব্যাটিং চালিয়ে যায়, তাহলে আগামীকাল শেষ দিনে দুই দলই আবার সবকটি করে উইকেট ব্যাটিং করার যথেষ্ট সময় পাবে না তা নিশ্চিতভাবে বলাই যায়।

এ সম্পর্কিত আরও খবর