নার্ভাস নাইন্টিতে ফিরলেন সাদমান

ক্রিকেট, খেলা

বার্তা ২৪ স্পোর্টস | 2024-08-23 16:53:54

দিনের শুরুতে জাকির হাসান ও অধিনায়ক নাজমূল হোসেন শান্তর উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে সাদমান ইসলাম ও মুমিনুল হকের সুবাদে রাওয়ালপিন্ডিতে তৃতীয় দিনের প্রথম সেশনের বাকি অংশটা নিজেদের নামে করে নিয়েছিল সফরকারীরা। এরপর দ্রুতই জাকির ও শান্ত উইকেট হারালে মুমিনুলকে নিয়ে ৯৪ রানের দারুণ জুটিতে চাপ সামলে নেন বাঁহাতি ব্যাটার সাদমান ইসলাম। নিজের সেঞ্চুরি তুলে নেওয়ার খুব কাছেও পৌঁছে গিয়েছিলেন। তবে নার্ভাস নাইন্টিসে থেকেই সাজঘরে ফিরতে হলো তাকে।

১৮৩ বলে সাদমানের ইনিংস থামল ৯৩ রানে। তিনি আউটের পরই ঘোষণা আসে আজ তৃতীয় দিনের চা বিরতির। ৬৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ এখন ১৯৯ রান।

এর আগে তৃতীয় তিনের খেলার শুরুর দিকে ১৭তম ওভারে জাকির (২৪) ফেরেন নাসিম শাহের বলে। পাকিস্তানের ইনিংসের ইনিংসে প্রথম উইকেটটি এসেছিল এই জাকিরের দারুণ এক ক্যাচে। এবার তিনি ফিরলেন স্বাগতিকদের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের অসাধারণ এক ক্যাচে।

পরে আরেক ওপেনার সাদমানকে নিয়ে চাপ সামলে ওঠার পথেই এগোচ্ছিলেন অধিনায়ক শান্ত। তবে দলীয় ৫৩ রানের মাথায় খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে সাজঘরের রাস্তা মাপেন তিনি। তার ব্যাটে আসে ১৬ রান।

তবে চাপ সামলে পিচে থিতু হয়ে দারুণ ছন্দে এগোচ্ছেন সাদমান ও মুমিনুল। এতে বড় সংগ্রহের স্বপ্নই দেখছে নাজমুল হোসেন শান্তর দলটি।

এর আগে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। সেখানে দলীয় সর্বোচ্চ ১৭১ রান করে অপরাজিত ছিলেন রিজওয়ান। এছাড়া সৌদ শাকিল করেন ১৪১ রান এবং সাইম আইয়ুবের ব্যাটে আসে ৫৬ রান। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ও হাসান, একটি করে নিয়েছেন মিরাজ ও সাকিব।

এ সম্পর্কিত আরও খবর