তামিমকে বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা বললেন ফারুক

ক্রিকেট, খেলা

বার্তা ২৪ স্পোর্টস | 2024-08-22 14:15:00

সদ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির আসনে বসেছেন সাবেক টাইগার ক্রিকেটার ফারুক আহমেদ। বুধবার বিসিবি কার্যালয়ে সকল আনুষ্ঠিকতা শেষে সংবাদ সম্মেলনে আসেন নতুন বোর্ড প্রেসিডেন্ট।

ক্রিকেট সম্পর্কিত একাধিক বিষয়ের পাশাপাশি তাকে জিজ্ঞেস করা প্রশ্নের বড় অংশই ছিল তামিম ইকবাল প্রসঙ্গে। তামিমের জাতীয় দলে ফেরা বিষয়ে জানতে সমর্থকরা সবসময়ই কৌতূহলী। এবার টাইগার ওপেনারের দলে ফেরা নিয়ে ইঙ্গিত পেলেন সবাই।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে জাতীয় দল থেকে যখন তামিম নিজেকে সরিয়ে নিয়েছিলেন, তখন জানিয়েছিলেন যে ‘নোংরা খেলা’ থেকে বেঁচে থাকতেই এই সিদ্ধান্ত তার। এরপর নানা ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছিল টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বোর্ড পর্যন্ত অনেকের সঙ্গেই তার সম্পর্ক ভালো নেই। সবকিছু মিলিয়েই দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম।

তবে এখন পুরো ক্রিকেট বোর্ডেই এসেছে ব্যাপক পরিবর্তন। তাই নিজের সিদ্ধান্তে বদল আনতে পারেন তামিম। এ প্রসঙ্গে নতুন সভাপতি ফারুক আহমেদকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘তামিম কী চিন্তা করছে, প্রথমে তার সঙ্গে কথা বলা দরকার, এদিক-সেদিক না ঘুরিয়ে। সে খুব সেন্সিবল ছেলে। আমার মনে হয় সে বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা।’

ফারুক ব্যক্তিগতভাবেও চান তামিম জাতীয় দলের হয়ে খেলুক, ‘আমি চাই তামিম আরও দুই তিন বছর খেলবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যায় আসে না। ওর ফিটনেস হবে, টিমে আসতে হলে কী করতে হবে; যে বিভাগগুলো আছে। সভাপতি হিসেবে অফ দ্য রেকর্ড যদি জিজ্ঞেস করেন, আমি কিন্তু দেখতে চাই আরও দুই বছর ক্রিকেট খেলুক। আমি চাই আর কী।’

তবে জাতীয় দলে ফিরলেও কোন ফরম্যাটে খেলবেন তামিম? সেটার জবাবও দিলেন নতুন বোর্ড সভাপতি।
‘আমার মনে হয় ৫০ ওভার বেস্ট। লংগার ভার্সন সবচেয়ে ভালো হতো অভিজ্ঞতাসহ, কিন্তু এটার যে কষ্ট; হয়তো ওর শরীর নিতে পারবে না। আমি জানি না। এটা তামিমই বলতে পারবে।’

এ সম্পর্কিত আরও খবর