বুধবার জরুরি সভা বিসিবির, অপেক্ষা বিশাল ঘোষণার 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-20 13:01:30

গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এরপর থেকে দেশের অনেক বড় বড় প্রতিষ্ঠানেই আঁচ লেগেছে এর। বড় বড় কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক পড়ে গেছে রীতিমতো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এর প্রভাব পড়েছে। সভাপতি নাজমুল হাসান পাপনসহ অনেকেই গা ঢাকা দিয়েছেন। 

তবে পরিস্থিতি শুরুতে উত্তাল থাকলেও এখন নিয়ন্ত্রণে এসেছে অনেকটাই। গতকাল বিসিবি কার্যালয় ও মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সফর করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।  

এর এক দিন পর আগামীকাল বুধবার জরুরি বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর বিসিবির প্রথম বোর্ড সভা হতে চলেছে এটাই।

এই সভায় শেষ বারের মতো উপস্থিত থাকবেন পাপন। নিজের পদত্যাগের বিষয়টাও জানাবেন তিনি। কাল জানা যেতে পারে বিসিবির নতুন সভাপতি হিসেবে কে আসছেন, সে বিষয়টিও।

এ সম্পর্কিত আরও খবর