শিরোপা জিততে এইচপি দলের চাই ১৭০ রান

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-18 14:56:20

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টির সেমিতে নর্দার্ন টেরিটরিকে ২১ রানে হারিয়ে ফাইনালে উঠে যায় বাংলাদেশ এইচপি দল। পরের দিনই আকবর-রাব্বিরা নেমেছেন শিরোপা জয়ের লড়াইয়ে। টুর্নামেন্টের ফাইনালে আগ ব্যাট করতে নেমে এইচপি দলকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে অ্যাডিলেইড স্ট্রাইকার্স।

এদিকে চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনেই এগোচ্ছেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জিশান আলম। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ ওভার শেষে বিনা উইকেটে ২৮ রান তুলেছে আকবর আলীর দল। জয়ের জন্য ৯৬ বলে তাদের প্রয়োজন ১৪২ রান। হাতে আছে ১০টি উইকেটই।

মুরারা ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন এইচপি দলের অধিনায়ক আকবর আলী। সেখানে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে অ্যাডিলেইড। ইনিংসের দ্বিতীয় ওভারেই রান আউটে কাটা পড়ে ফেরেন ওপেনার জ্যাক উইন্টার। 

তবে দ্বিতীয় উইকেটে হ্যারি ম্যাথিয়াস ও টম ও'কনেলের ৫৯ রানের জুটিতে সেই চাপ সামলে নেয় বিগ ব্যাশের দলটি। সেখানে ম্যাথিয়াস ১৯ রানে ফিরলেও অধিনায়ক লিয়াম স্কটকে নিয়ে রানে গতি বাড়িয়ে এগোতে থাকেন ও'কনেল। শেষ পর্যন্ত তার দলীয় সর্বোচ্চ ৫৩, স্কটের ৩০ এবং শেষদিকে রায়ান কিংয়ের ৩৫ রানের ক্যামিওতে ৭ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় অ্যাডিলেইড। 

সেখানে বাংলাদেশ এইচপি দলের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রিপন মণ্ডল। এছাড়া একটি করে উইকেট নেন রাকিবুল, রাব্বি ও আফিফ। 

এ সম্পর্কিত আরও খবর