নারী বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী জিম্বাবুয়ে

ক্রিকেট, খেলা

বার্তা ২৪ স্পোর্টস | 2024-08-17 16:04:57

চলতি বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে ছিল বাংলাদেশের। তবে সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাবলীর কারণে এখানে বিশ্বকাপ আয়োজন করা টা নিরাপদ ভাবছে না আইসিসি। তাই কথা চলছে ভেন্যু পরিবর্তনের।

একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিকল্প ভেন্যু হিসেবে সবার প্রথমেই আছে আরব আমিরাতের নাম। তবে বার ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, জিম্বাবুয়েও আসন্ন নারী বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে।

আসছে বিশ্বকাপে অংশ নিচ্ছে ১০টি দল। যার মধ্যে জিম্বাবুয়ে নেই। নিরপেক্ষ আয়োজক হিসেবে তারা কেমন হবে এই বিষয়ে অনেকেই আলোচনা-সমালোচনা করছেন। যদিও ২০১৮ ও ২০২৩ সালে বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করেছিল দেশটি। ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পালন করবে তারা।

২০ আগস্ট আইসিসি বোর্ডে ভেন্যু নির্বাচন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এর আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারা হবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক। তবে বাংলাদেশ থেকে সরিয়ে আসরটি যে অন্য কোথাও অনুষ্ঠিত হতে যাচ্ছে তা নিশ্চিত।

এ সম্পর্কিত আরও খবর