বাড়তি দায়িত্ব পালন করছেন সাকিব-মুশফিক

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-16 11:25:24

শেষ এক মাসে বাংলাদেশ অনেক পালাবদলের মধ্য দিয়েই গেছে। কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু। এরপর সেটা চরমে গিয়ে পৌঁছালে এক পর্যায়ে জনরোষের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সেই পরিস্থিতিটা বাংলাদেশ ক্রিকেটেও ছাপ ফেলেছে। আন্দোলনের সময় থেকেই শুরু হয়েছিল বিষয়টা। সে সময় ক্রিকেটাররা বিভিন্ন সময় নিজেদের অভিমত জানিয়েছেন, বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

মাঠের ক্রিকেটেও প্রভাব পড়েছে বেশ। অস্থিতিশীলতার কারণে খেলায় মনোযোগ দেওয়াটা কঠিন ছিল। বাংলাদেশের ক্রিকেটারদের চট্টগ্রামে অনুশীলন ব্যহত হয়েছে, ম্যাচ পিছিয়ে গেছে। এরপর ঢাকায় ফিরে ফিটনেস টেস্ট হয়নি একটা। এরপর কোচ হাথুরু ফেরার পর থেকে পূর্ণাঙ্গ অনুশীলন সেশনও হয়নি। 

তবে এখন আবার সময় ক্রিকেটে ফেরার। পাকিস্তানের মাটিতে দুই টেস্টের সিরিজ শুরু হবে তিন দিন পরই। এই সময়ে মনোযোগটা আবারও ক্রিকেটে ফেরানোটা জরুরি। দল সে চেষ্টাটা করছেও।

বাংলাদেশ কোচ মুশতাক আহমেদ জানালেন, সে প্রক্রিয়াতে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের মতো সিনিয়র ক্রিকেটাররা বড় ভূমিকাই রাখছেন। তিনি বলেন, ‘সব খেলোয়াড়ই প্রথম টেস্টটা নিয়ে বেশ রোমাঞ্চিত। সাকিব আর মুশফিক দুই সিনিয়র খেলোয়াড়। তারা দলটাতে ইতিবাচক একটা ভূমিকায় আছে। ম্যানেজমেন্টকেও কৃতিত্ব দিতে হয়। কারণ তারা খেলোয়াড়দের সঙ্গে ভালোভাবেই আচরণ করছে। এখন আমাদের লক্ষ্য স্রেফ ক্রিকেট।’

আগামী ২১ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্টটা শুরু হবে আগামী ৩০ আগস্ট।

এ সম্পর্কিত আরও খবর