আর্চারকে নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-04-30 15:35:02

বিশ্বকাপের দল চূড়ান্ত করেছে টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। দলে ডাক পেয়েছেন দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা পেসার জফরা আর্চার। এছাড়া ক্রিস জর্ডানও দলে ফিরেছেন। নতুন মুখ হিসেবে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের বিমান চড়বেন স্পিনার টম হার্টলি।

তবে ইংল্যান্ড বিশ্বকাপ দলে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে অলরাউন্ডার ক্রিস ওকসের অনুপস্থিতি। সাদা বলের ক্রিকেট ইংল্যান্ড দলে নিয়মিত মুখ ছিলেন ওকস। তবে এবার তাকে বিশ্বকাপের জন্য বিবেচনা করেননি ইংল্যান্ডের নির্বাচকরা। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে সুযোগ পেয়েছে জর্ডান। আর ইংল্যান্ডের সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক স্যাম কারেন তো রয়েছেনই।

জর্ডান সবশেষ ইংল্যান্ডের জার্সিতে খেলেছিলেন গত বছরের সেপ্টেম্বরে। অন্যদিকে আর্চার তো আরও লম্বা সময় ধরে অনুপস্থিত ছিলেন। কনুইয়ের চোটে গত বছরের মে থেকেই মাঠের বাইরে সময় কেটেছে তার।

আগামী ৩১ মে বিশ্বকাপের জন্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে ইংল্যান্ড দল। ৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কারেন, ক্রিস জর্ডান, টম হার্টলি, আদিল রশিদ, জফরা আর্চার, মার্ক উড, রিস টপলি।

এ সম্পর্কিত আরও খবর